22298

05/15/2025 বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ

রাজটাইমস ডেস্ক:

৪ জুলাই ২০২৪ ২২:০৭

গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বেশ কিছুদিন বাইরে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে দুই দেশ।

পাকিস্তানের মাটিতে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। দুদেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক কিছু না জানালেও সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দুটি গণমাধ্যম এই সফরের সম্ভাব্যসূচি প্রকাশ করেছে।

ক্রিকেট পাকিস্তান ও এ স্পোর্টস নামের গণমাধ্যম দুটির অনানুষ্ঠানিক সেই সূচি অনুযায়ী ১৭ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখবে। ২১ আগস্ট হবে দুই দেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট।

করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডির যেকোনো দুটি ভেন্যুতে হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। দুদলের এ সিরিজটি ২০২৩-২৫ মৌসুমের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে দুদলের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]