03/17/2025 রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৪ ১৪:১০
কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে ঢাকার রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়। এতে করে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর আগে কোটা প্রথা বাতিলের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যম্পসের ভেতর মিছিল করে। পরে মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা ‘আমরা সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নেই,’ ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঘোষিত চার দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।