22336

04/20/2025 ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক:

৬ জুলাই ২০২৪ ২২:৩৫

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো সাতজন।

শনিবার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টিপাতসহ বজ্রপাত হয়েছে।

গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, বৃষ্টির সময় মাঠে কাজ করা ও গাছের নিচে আশ্রয় নেয়া লোকেরা বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার জন্য বিহারের উত্তর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-মধ্য অংশে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। একই সাথে জারি করা হয়েছে প্রাথমিক সতর্কতা।

প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ভারতে বজ্রপাতে শত শত লোক মারা যায়।

সূত্র : ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]