22350

04/16/2025 রোগীকে যৌন হয়রানি: পাবনায় চিকিৎসকসহ ২ জন কারাগারে

রোগীকে যৌন হয়রানি: পাবনায় চিকিৎসকসহ ২ জন কারাগারে

রাজটাইমস ডেস্ক:

৭ জুলাই ২০২৪ ১৮:৩৪

রোগীকে যৌন হয়রানির অভিযোগে পাবনায় ডায়াগনস্টিকের মালিক ও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কামাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–পৌর সদরের শালগাড়িয়া থানাপাড়া মহল্লার ডা. শোভন সরকার (২৮) ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক শালগাড়িয়া ইংলিশ রোড মহল্লার জীবন আলী (৩০)।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জুলফিকার হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। এ সময় তাদের জামিন আবেদন করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

এর আগে শনিবার পাবনা সদর থানা এলাকার নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ভুক্তভোগী (২২) তার স্বামীর সঙ্গে নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার জন্য যান। পরে তাকে নির্ধারিত কক্ষে নিয়ে এক নারী সহকারী প্রস্তুত করেন। এ সময় কৌশলে নারী সহকারীকে বাইরে পাঠিয়ে চিকিৎসক শোভন সরকার রোগীর সঙ্গে যৌন উত্তেজনা মূলক কথাবার্তা বলেন।

রোগীকে যৌন হয়রানির অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক মালিক আটকরোগীকে যৌন হয়রানির অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক মালিক আটক সঙ্গে সঙ্গে রোগী বাইরে এসে বিষয়টি তার স্বামীকে জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় রোগী ও তার স্বামীকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন ক্লিনিক মালিক জীবন ও তার লোকজন। পরে ভুক্তভোগী থানা–পুলিশের আশ্রয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে ক্লিনিক থেকে আটক করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]