04/20/2025 পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলবে
রাজটাইমস ডেস্ক:
১৩ জুলাই ২০২৪ ২৩:০৮
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবির আন্দোলন স্থগিত হয়নি।
আজ শনিবার (১৩ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারী শিক্ষক নেতাদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন মুলতবি করার কোন সিদ্ধান্ত হয়নি বরং পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। আগামীকাল রবিবার (১৪-০৭-২০২৪) অনুষ্ঠিতব্য ফেডারেশনের জরুরি সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট-সেক্রেটারীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’