03/15/2025 লালপুরে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা
নাটোর প্রতিবেদক
২৩ জুলাই ২০২০ ২৩:৩৯
নাটোর জেলার লালপুরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেঘাতক স্বামী আব্দুল জব্বার। পরে তাকে লালপুরের পুরাতন ঈশ্বরদী গ্রামের ভাদুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত স্মৃতি খাতুন লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের তসলিম আলীর মেয়ে ও আব্দুল জব্বারের স্ত্রী।
গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার একই এলাকার ইসহাক প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ১৬ জুলাই মধ্যরাতে মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে স্ত্রী স্মৃতি খাতুনকে কৌশলে পানির সাথে ১০টি ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় স্বামী আব্দুল জব্বার।
এরপর স্মৃতি খাতুন অচেতন হয়ে পড়লে আব্দুল জব্বার স্ত্রীর বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। মরদেহ গুম করার উদ্দেশ্যে রাতেই বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। পরদিন সকালে পুকুরের মধ্যে স্মৃতি খাতুনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
আন্দালীব/২৩