22503

03/17/2025 পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু

রাজটাইমস ডেস্ক:

১৫ জুলাই ২০২৪ ১৯:২০

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলির নিকরহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মন্ডল (২৮) নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় আরিফুল ইসলাম জানান, রোববার (১৪ জুলাই) দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিকরহাটা মোড়ে কাজল মন্ডল চা পান করতে যাচ্ছিলেন। এ সময় নিকরহাটা রেলগেট এলাকায় রেললাইন পাড়ি দেওয়ার সময় ট্রেনে কেটে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এই রেলরুট সিরাজগঞ্জ রেল পুলিশের আওতাধীন। তিনি এ বিষয়ে তথ্য দিতে পারবেন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সরকার বলেন, ট্রেনে কেটে একজন মারা গেছে। এ বিষয়ে ঘটনাস্থলের নিকটবর্তী ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি কোনো তথ্য দিতে পারেননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]