22559

03/18/2025 পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আহত ৮

পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আহত ৮

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুলাই ২০২৪ ১৩:৫৬

পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আটজন আহত হয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডায় তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ আন্দোলকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

বৃহস্পতিবার সোয়া ১টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

তিনি সেখানে লেখেন, 'ইউনিভার্সিটি কতৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে আট জন আহত হয়েছেন।এর মধ্যে দুইজন রাবার বুলেটবিদ্ধ।'

তবে আহতদের মধ্যে কতজন ইউনিভার্সিটির ছাত্র, তা এখনো নিশ্চিত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমেহাস্পাতালে পাঠানো হয়েছে।

সালেহ তার স্ট্যাটাসে লেখেন, 'এখন আশেপাশের ইউনিভার্সিটির অনেক ছাত্র জড় হয়েছেন ক্যাম্পাসের সামনে। খুবই উত্তেজনাময় পরিস্থিতি।'

ওই সংঘাতে একজন নিহত হওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনো সত্যতা নেই বলেও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, 'অনলাইনে একটি খবর বেরিয়েছে যে ইউনিভার্সিটির একজন ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটি ইউনিভার্সিটিকর্তৃপক্ষের জানা মতে সত্য নয়। গুজব ছড়ানোর সময় না এখন।'

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]