22566

03/18/2025 ৩১ জুলাই পর্যন্ত ‘পিএসসি’র সব পরীক্ষা স্থগিত

৩১ জুলাই পর্যন্ত ‘পিএসসি’র সব পরীক্ষা স্থগিত

রাজটাইমস ডেস্ক:

২৪ জুলাই ২০২৪ ২১:৫৩

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান সোমবার (২২ জুলাই) মোবাইল মেসেজের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিত এসব পরীক্ষার তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]