22589

09/17/2024 রাজশাহীতে ৩ ঘণ্টা কারফিউ শিথিল

রাজশাহীতে ৩ ঘণ্টা কারফিউ শিথিল

রাজটাইমস ডেস্ক:

২৬ জুলাই ২০২৪ ১৭:১৬

রাজশাহীতে আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপির কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সকল প্রকার চলাচলের ওপর সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারিকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৬ জুলাই শুক্রবার দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]