04/20/2025 বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ —অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
রাজটাইমস ডেস্ক:
২৬ জুলাই ২০২৪ ১৭:৩৬
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও চলমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের পটভূমিতে শাটডাউন ও সীমিত যোগাযোগের মধ্যে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থী আন্দোলনকারীদের ওপর আইনবহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনকারীদের ওপর ক্র্যাকডাউন, সেনা মোতায়েন, কারফিউ এবং দেখামাত্র গুলির আদেশের মতো ঘটনাবলির পর ২৩ জুলাই বাংলাদেশে সীমিত আকারে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে। দেশটি থেকে তথ্য পাওয়া যাচ্ছে খুবই অল্প, যা সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণের পথে অন্তরায়।
এতে আরো বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব যেসব ভিডিও ফটোগ্রাফিক প্রমাণ পাওয়া গেছে সেগুলো যাচাই ও বিশ্লেষণ করেছে। বিক্ষোভ মোকাবেলার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনামূলক কম প্রাণঘাতীর পাশাপাশি প্রাণঘাতী অস্ত্রও ব্যবহার করেছে এমন তিনটি ভিডিও যাচাই করে দেখেছে সংস্থাটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর দিপ্রোজ মুচেনা বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব ভিডিও ও ফটোগ্রাফিক প্রমাণ পাওয়া গেছে সেগুলো বারবার যাচাই ও বিশ্লেষণ করে ভয়ানক চিত্র পাওয়া গেছে।’
তিনি আরো বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর সংস্থাগুলোর প্রতি মানুষের প্রতিবাদ জানানোর অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমন বন্ধ করা এবং সব ধরনের যোগাযোগে আরোপিত সীমা অবিলম্বে তুলে দেয়ার আহ্বান জানাচ্ছে।’