22593

04/20/2025 রাজশাহীতে ঘোষণা দিয়েও মাঠে নামেনি বিএনপি

রাজশাহীতে ঘোষণা দিয়েও মাঠে নামেনি বিএনপি

রাজটাইমস ডেস্ক:

২৬ জুলাই ২০২৪ ১৯:২৫

রাজশাহীতে কর্মসূচির ঘোষণা দিয়েও মাঠে নামেনি বিএনপি। দলের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের সব মসজিদে দোয়া এবং দোয়া শেষে মসজিদের সামনে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করা হয় ‘রাজশাহী মহানগর বিএনপি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে।

শুক্রবার কোনো মসজিদেই বিএনপির কর্মসূচি অনুযায়ী দোয়া হয়নি। কোথাও কোনো বিক্ষোভও হয়নি। যদিও এ কর্মসূচি ‘প্রতিহত করতে’ প্রস্তুত ছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যসব সহযোগী সংগঠন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীও। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাতে হোয়াটসঅ্যাপে কর্মসূচির কথা জানান মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আরিফুল শেখ বনি। তিনিই মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচির কথা সাংবাদিকদের জানান এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

বৃহস্পতিবার রাতে বনির বার্তায় বলা হয়- কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া করা হবে। এরপর তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হবে।

তবে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা দাবি করেছেন, এটি মহানগর বিএনপির কর্মসূচি নয়।

তিনি বলেন, এটা কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি ছিল। বনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আবার সে সেটা গ্রুপ থেকে প্রত্যাহার করেছে।

এদিকে মসজিদে মসজিদে বিএনপির এমন কর্মসূচির কথা শুনে জুমার নামাজের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। নগরীর বিভিন্ন মসজিদের সামনে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছিলেন। এছাড়া সাহেববাজার বড় মসজিদের সামনে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা।

বিএনপির কর্মসূচি ‘প্রতিহত করতে’ প্রস্তুত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জুমার নামাজের আগে তারা নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এরপর তারা সাহেববাজার বড় মসজিদের সামনে যান। মসজিদে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন জুমার নামাজ আদায় করেন।

এরপর সেখানে বিএনপির কোনো কর্মসূচি না দেখে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ফিরে যান। এ কর্মসূচিতে আসা নেতাকর্মীদের জন্য নগরীর দড়িখড়বোনা মোড়ে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির উদ্যোগে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরের পর দলীয় কার্যালয়ে তিন হাজার প্যাকেট বিরিয়ানি নিয়ে যাওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে আওয়ামী লীগ-যুবলীগসহ অন্য সংগঠনের নেতাকর্মীরা বাড়ি ফেরেন।

নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, কর্মসূচির নামে কাউকে শহরে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এজন্য আমাদেরও কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি দেখে অন্য কেউ আসেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]