22597

09/17/2024 সাঁথিয়ায় নাশকতা মামলায় ১৩ জন গ্রেপ্তার

সাঁথিয়ায় নাশকতা মামলায় ১৩ জন গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক:

২৭ জুলাই ২০২৪ ১৫:১৩

পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনের সময় সাত দিনে ১৩ জনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম (৬০), কাশিনাথপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার খাঁ (৬৪), ধুলাউড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন (৪৫), ধোপাদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন খাঁ (৫০), নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাতুল ইসলাম (৩০), কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ (৩৫), ধুলাউড়ি ইউনয়ন জামায়াতের সুরা সদস্য শফিকুল ইসলাম (৩৫), জামায়াত সমর্থক লিটন (২৮), আব্দুল্লাহ আল মামুন (৩৫), শরিফ আহম্মেদ (৪১), শিবির সমর্থক নুরুল আমিন রানা (৩০) এবং বিএনপির সমর্থক সাজেদুল ইসলাম (৪০) ও দায়েন (৫৫)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটকদের নাশকতা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]