22634

04/20/2025 চী‌নে রপ্তা‌নির অনুমোদন পেল বাংলা‌দে‌শি আম

চী‌নে রপ্তা‌নির অনুমোদন পেল বাংলা‌দে‌শি আম

রাজটাইমস ডেস্ক:

২৯ জুলাই ২০২৪ ১৮:৫৫

বাংলাদেশ থেকে তাজা আম রপ্তানির অনুমোদন দিয়েছে চীন সরকার। সোমবার (২৯ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি তাজা আম চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে। গত ২৬ জুলাই চীনের কাস্টমসের প্রশাসন বাংলাদেশ থেকে তাজা আম আমদানির অনুমোদন দি‌য়ে‌ছে।

তারা জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার চীন সফ‌রের সময় গত ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশের শীর্ষ নেতাদের উপ‌স্থি‌তি‌তে চীন এবং বাংলাদেশ ‘প্রোটোকল অব ফাইটোস্যানিটারি রিক্রুয়্যারমেন্ট ফর এক্সপোর্টিং অব ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম বাংলাদেশ টু চায়না’ সই করে।

চীনের বাজারে তাজা আম রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ করা হ‌চ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]