22639

09/19/2024 রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, আটক ২০

রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, আটক ২০

রাজটাইমস ডেস্ক:

২৯ জুলাই ২০২৪ ১৯:৩৩

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় ২০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) মিরপুর ১০ ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর থেকে বিক্ষোভকারীরা পল্টন, মিরপুর-১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন। এ সময় পল্টন ও ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

দায়িত্বরত পুলিশের সদস্যরা বলেন, গলির ভেতর থেকে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির গণমাধ্যমকে বলেন, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৮ জুলাই) গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আজ রাজধানীর আট স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এই আট স্থান হচ্ছে- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]