22643

03/13/2025 জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল : ওবায়দুল কাদের

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল : ওবায়দুল কাদের

রাজটাইমস ডেস্ক:

২৯ জুলাই ২০২৪ ২১:৩৭

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আজ গণভবনে ১৪ দলীয় জোটের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলীয় নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তিকে নির্মূলে করা প্রয়োজন। ১৪ দলের এই সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়, জামায়াত-শিবির গোষ্ঠী অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত-শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি জানান, ১৪ দল মনে করে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সাথে নেতারা আশা করেন, কোনো নিরপরাধ শিক্ষার্থী ও মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে।

এক প্রশ্নের জবাবে ১৪ দলের অন্যতম ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন,‘সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটা বাস্তবায়ন করবেন।'

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]