22658

03/13/2025 রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট হ্যাকড

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট হ্যাকড

রাজটাইমস ডেস্ক:

৩০ জুলাই ২০২৪ ১৭:৫৭

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে www.rmp.gov.bd ঠিকানায় আরএমপির সরকারি ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

রাজশাহীতে সরকারি কোনো দপ্তরের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা এটিই প্রথম।

ওয়েবসাইটের হোম পেজে লিখে দেওয়া হয়েছে, সিস্টেম অ্যাডমিন বিডি এটি হ্যাক করেছে। ইংরেজিতে আরও লেখা হয়েছে, ‘আমাদের আক্রমণ ততক্ষণ চলবে যতক্ষণ আপনি শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ না থামাচ্ছেন।’ সেখানে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় হতাহত শিক্ষার্থীদের চারটি ছবিও পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]