2268

04/12/2025 আরএমপির দুই থানায় চার পদে রদবদল

আরএমপির দুই থানায় চার পদে রদবদল

রাজটাইমস ডেস্ক

৬ ডিসেম্বর ২০২০ ০১:০৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই থানার চারপদে রদবদল করা হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত আদেশে এ রদবদল করা হয়।

নতুন পদায়নে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খানকে সিটিএসবিতে ও দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলামকে রাজপাড়া থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, দামকুড়া থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ শাহকে বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত এবং বোয়ালিয়া থানার ওসি তদন্ত মাহবুব হোসেনকে দামকুড়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। 

পদায়নে রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম রুহুল কুদ্দুস।

আরএমপি সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই আরএমপিতে আরও কয়েকটি থানার ওসিসহ বিভিন্ন পদে রদবদল করা হবে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]