22710

04/20/2025 কারফিউ প্রত্যাহারসহ চার দাবি, না মানলে রোববার গণমিছিল

কারফিউ প্রত্যাহারসহ চার দাবি, না মানলে রোববার গণমিছিল

রাজ টাইমস ডেস্ক :

২ আগস্ট ২০২৪ ১৮:০৪

আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দাবি মানা না হলে ওই দিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে, যা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রায় ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম।

এই নেতা বলেন, রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, গ্রেফতার সবার মুক্তি দিতে হবে, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে।’

এদিকে গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ কয়েকটি দাবিতে ডাকা দ্রোহযাত্রা কর্মসূচি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন দুপুরে প্রেসক্লাবে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছে। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী-শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সবার মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]