04/02/2025 পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না: মোস্তফা সরয়ার ফারুকী
রাজ টাইমস ডেস্ক :
২ আগস্ট ২০২৪ ১৮:২৬
এটা আজকের বাংলাদেশ!! মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছুই নেই! শিক্ষার্থীরা স্পষ্টভাবে ৯ দফা দাবি জানিয়ে আপনার অবস্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছিল। আপনি তাতে ইতিবাচক সাড়া দেননি। খবর মানবজমিনের।
আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তের নামে উপহাস করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে, পুলিশের হাতে কেউ নিহত হয়নি। ২৬৭ কমিয়ে গণনা করা হলেও) জনের মধ্যে কেউ পুলিশের হাতে নিহত হয়নি! আপনি কি নিজস্ব এজেন্ডা অনুসারে বয়ান উদ্ভাবন করে মানুষের সাথে ঠাট্টা করছেন?
মানুষ আজ এভাবেই সাড়া দিয়েছে। আর স্লোগানগুলোও বদলাচ্ছে! পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না! স্বাধীনতা দীর্ঘজীবী হোক! আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই! এখন, নইলে কখনোই নয়!
[লেখকঃ চলচ্চিত্র নির্মাতা। ফেসবুকে ইংরেজিতে পোস্ট করা লেখাটি বাংলায় অনুবাদ করেছেন তারিক চয়ন]