22731

04/20/2025 খুলনায় নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

খুলনায় নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

রাজ টাইমস ডেস্ক :

৩ আগস্ট ২০২৪ ০৮:৩৩

খুলনায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলায়।

নিহত সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন।

গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, নিহত সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছে। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।

কচুয়া থানার ওসি মো. মহসীন হোসেন জানান, রাতেই নিহত সুমনের মরদেহ বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]