22743

04/20/2025 শহীদ মিনারের উদ্দেশ্যে শনির আখড়া থেকে হাজারো মানুষের যাত্রা

শহীদ মিনারের উদ্দেশ্যে শনির আখড়া থেকে হাজারো মানুষের যাত্রা

রাজটাইমস ডেস্ক:

৩ আগস্ট ২০২৪ ১৭:৫৩

রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া থেকে শহীদ মিনারের উদ্দেশে হাজার হাজার মানুষ যাত্রা শুরু করেছে। পাশেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা যায়, এই এলাকা থেকে হাজার হাজার মানুষ শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেছেন। বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।

এদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা শত শত শিক্ষার্থী আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন তারা। সরকারবিরোধী নানা স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন এলাকা।

অন্য দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে পরে শহীদ মিনারে যান সংগীতশিল্পীরা। সেখানেই তারা সংহতি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে। বিকেল ৩টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ স্লোগানকে সামনে রেখে জড়ো হন তারা। এ সময় সবাই আলোচিত তরুণ র‍্যাপার হান্নানকে গ্রেফতারেরও নিন্দা জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]