22763

04/20/2025 গণভবনে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

গণভবনে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

রাজ টাইমস ডেস্ক :

৪ আগস্ট ২০২৪ ১০:১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে আজ রোববার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সর্বোচ্চ এই নীতিনির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]