22772

04/04/2025 সেতু ভবনে হামলা/ রিজভী-পরওয়ারসহ ছয়জন কারাগারে

সেতু ভবনে হামলা/ রিজভী-পরওয়ারসহ ছয়জন কারাগারে

রাজটাইমস ডেস্ক:

৪ আগস্ট ২০২৪ ১৬:৩৯

রিজভী-পরওয়ারসহ ছয়জন কারাগারে
কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন, বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এম এ সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

রোববার (৪ আগস্ট) ৩ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কোটা আন্দোলনের সময় রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় গত ২৮ জুলাই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে গত ১ আগস্ট ৫ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে আনা হয়। ওইদিন তাদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলাটিতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]