22775

04/20/2025 মোহনপুরে ওসির গাড়িসহ ২৫ যানবাহন ভস্মীভূত

মোহনপুরে ওসির গাড়িসহ ২৫ যানবাহন ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট ২০২৪ ১৮:৪২

রাজশাহীর মোহনপুরে শিক্ষার্থী আন্দোলনের নামে একদল বহিরাগতরা মোহনপুর থানা, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস, সরকারি খাদ্য গুদাম ও থানা সংলগ্ন ১৫টি দোকানে আগুন দিয়েছে।

রোববার দুপুরে উপজেলা সদরে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে নজিরবিহীন এ তাণ্ডব। এ সময় আগুনে ভস্মীভূত হয়েছে মোহনপুর থানার দুটি পিকআপ, এসিল্যান্ডের একটি সরকারি গাড়ি ও থানার ভেতরে থাকা ২৫টি মোটরসাইকেল। পরে দমকল বাহিনীর কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী-৩ (মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ গণমাধ্যমকে বলেন, দুই ঘণ্টা ব্যাপী সহিংসতার পরও পুলিশ ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। আমরা এমন ধ্বংসযজ্ঞ মানতে পারছি না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে একদল বহিরাগত ভুটভুটি, অটো রিকশা ও মোটরসাইকেলযোগে বিভিন্ন দিক থেকে এসে মোহনপুর সরকারি কলেজের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ওপর সশস্ত্র অবস্থান নেন। এ সময়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে বাঁশের লাঠি ও লোহার রড হাতে বহিরাগতরা প্রথমে মহাসড়ক সংলগ্ন মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘেরাও করে ব্যাপক ভাঙচুর করে ও পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে পরে বহিরাগতরা মোহনপুর থানায় ঢুকে প্রথমে ওসির পিকআপ ও পুলিশের আরেকটি টহল পিকআপসহ থানার ভেতরে বিভিন্ন মামলার আলামত ও পুলিশ অফিসারদের ব্যবহৃত ১৫টি মোটরসাইকেল ও ছোট যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

এ সময় থানার ওসিসহ পুলিশ সদস্য মুল ভবনের কলাপসিবল গেইট লাগিয়ে দিয়ে ভেতরে অবস্থান  করেন। বহিরাগতরা তাণ্ডব চালিয়ে পরে ছুটে যায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত এসি ল্যান্ডের অফিসে। সেখানে অফিসের সামনে থাকা এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি সরকারি গাড়িটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা।

বহিরাগতরা মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভবনের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। প্রায় দুই ঘণ্টা কালব্যাপী তাণ্ডব চালিয়ে বহিরাগতরা মহাসড়ক ধরে কেশরহাটের দিকে চলে যায়। পরে দমকল বাহিনীর কয়েকটি গাড়ি এসে আগুন নেভানোর কাজ করেন।

এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল বলেন, হামলাকারীর থানার ভেতরের গ্যারেজে থাকা পুলিশের দু’টি পিকআপ ও থানা প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। সরকার খাদ্য গুদাম, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে এসি ল্যান্ড ও ইউএনও অফিস। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় আছি। ওসি আরও বলেন, হামলাকারীরা ছাত্র বলে আমাদের মনে হয়নি। অধিকাংশই আসে হামলা করতে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]