22791

04/20/2025 পুলিশ-আ’লীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ।। নিহত অন্তত ৫

পুলিশ-আ’লীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ।। নিহত অন্তত ৫

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট ২০২৪ ১৬:১৬

রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ঘটনায় প্রায় ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় অন্তত ৫ জন নিহত হবার কথা শোনা গেছে।  

সোমবার দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় এ সংঘর্ষ হয়৷ এর আগে, সকাল ১১ টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়৷ দুপুর সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিল নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেয় তারা। পরে মিছিল নিয়ে আলুপট্টি এলাকায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা৷

এসময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়ে৷ পরে আন্দোলনকারীরা পালিয়ে যায়। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]