22801

04/20/2025 চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে

রাজটাইমস ডেস্ক:

৫ আগস্ট ২০২৪ ২১:২২

চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কলেজ দুটি নিয়ন্ত্রণে নিয়ে মিছিল করে দলটির নেতাকর্মীরা। এরপর থেকে সেখানে অবস্থান নেয় ছাত্রশিবির।

দীর্ঘদিন কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক নিয়ন্ত্রণে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। তবে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়া মাত্র কলেজ দুটিতে নেতাকর্মী নিয়ে প্রবেশ করে শিবির।

সরেজমিনে রাত ৮টার দিকে মহসিন কলেজে দেখা যায়, প্রধান ফটকে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান দিয়েই যাচ্ছিল। এর মধ্যে একটি কলেজের ভেতরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে।

মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার বলেন, ছাত্রলীগ অবৈধভাবে কলেজটি দখল করে রেখেছিল। আজকে ছাত্রসমাজকে নিয়ে আমরা কলেজে প্রবেশ করেছি। এখন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র শিবির কাজ করে যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]