04/20/2025 ‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তারা
রাজটাইমস ডেস্ক:
৬ আগস্ট ২০২৪ ০৮:৩৮
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দীদের স্বজনেরা।
সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় ২০ থেকে ২৫ জন সাবেক সেনা কর্মকর্তা সেখানে অবস্থান নেন।
রাত ১০টার দিকে সাবেক রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান গণমাধ্যমকে বলেন, ‘ডিজিএফআই-এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। আমাকেও সেখানে বন্দী রাখা হয়েছিল। এ কারণে বাকি বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না।’
লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মো: হাসান নাসিরসহ আরো অনেকে সেখানে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
তাদের অভিযোগ, বছরের পর বছর ডিজিএফআই, র্যাব ও পুলিশের বন্দীশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে। আজ (সোমবার) রাতের মধ্যেই তাদের মুক্তি দিতে হবে। তা না হলে দায়মুক্তির জন্য তাদেরকে মেরে ফেলা হতে পারে।
যদি তাদের হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় ডিজিএফআইয়ের বর্তমান কর্মকর্তাদের নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।