22809

04/03/2025 সময়, এটিএন ও একাত্তরের সম্প্রচার বন্ধ

সময়, এটিএন ও একাত্তরের সম্প্রচার বন্ধ

রাজটাইমস ডেস্ক:

৬ আগস্ট ২০২৪ ০৮:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেখা হাসিনা পদত্যাগের দিনই মধ্যেই ঢাকার সংবাদভিত্তিক তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার বন্ধ হয়েছে। এগুলোতে হামলার ঘটনা ঘটেছে। চ্যানেলেগুলো হলো- সময় নিউজ, একাত্তর নিউজ এবং এটিএন নিউজ।

সোমবার (৫ আগস্ট) রাত থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।

সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]