04/19/2025 পালানোর সময় রাসিকের হিসাব রক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৪ ১৮:২৩
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক নিজামুল হোদাকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। এসময় ওই কর্মকর্তা কাছ থেকে বিজিবি নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, আটকৃত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশ ত্যাগে চেষ্টা করলে তাকে বিজিবি আটক করে। তিনি আরো বলেন, আটকৃত ওই কর্মকর্তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।