22879

04/18/2025 ভারতে পালানোর সময় ২ আওয়ামী লীগ নেতা আটক

ভারতে পালানোর সময় ২ আওয়ামী লীগ নেতা আটক

রাজটাইমস ডেস্ক:

৮ আগস্ট ২০২৪ ২১:০১

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বরিশাল ও খুলনা মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন ওরফে খোড়া টুটুল এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থক ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে- এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া দুপুরে ভারতে যাওয়ার সময় আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]