22881

04/20/2025 শপথ নিতে আসেননি তিন উপদেষ্টা

শপথ নিতে আসেননি তিন উপদেষ্টা

রাজটাইমস ডেস্ক:

৮ আগস্ট ২০২৪ ২১:৫১

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে এতে উপস্থিতি হননি তিন সদস্য।

অনুপস্থিত থাকা তিন সদস্য হলেন, ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদিপ চাকমা।

রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের সময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদিপ চাকমা ঢাকার বাইরে রয়েছেন। ফলে তারা শপথ নিতে আসেননি।

এর আগে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। এ সরকারের বাকি উপদেষ্টারা হলেন, ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুক-ই-আযম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]