04/20/2025 ট্রেন কবে থেকে চলবে, সিদ্ধান্ত হতে পারে রোববার
রাজটাইমস ডেস্ক:
১০ আগস্ট ২০২৪ ২২:৩৭
ট্রেন চলাচল শুরুর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে।
আগামীকাল রোববার (১১ আগস্ট) প্রধান উপদেষ্টা নিজের অধীনস্থ মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করবেন। ওই সভায় ট্রেন চলাচলের বিষয়ে নির্দেশনা চাওয়া হবে।
কবে থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে, বণিক বার্তার এমন প্রশ্নে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, প্রধান উপদেষ্টা কাল বিকেল সাড়ে ৩টায় অধীনস্থ মন্ত্রণালয়গুলোর সঙ্গে মিটিং করবেন। মিটিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবও থাকবেন। সচিবকে ওই মিটিংয়ে ট্রেন চলাচলের বিষয়টি উত্থাপন করতে বলেছি। বিষয়টি মিটিংয়ে তোলার পর কোনো নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে ১ আগস্ট থেকে সীমিত পরিসরে লোকাল, মেইল, কমিউটার ট্রেন পরিচালনা শুরু করে রেলওয়ে। তবে ৪ আগস্ট থেকে ট্রেন চলাচল আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়।