22934

04/20/2025 ‘পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না’

‘পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না’

রাজটাইমস ডেস্ক:

১১ আগস্ট ২০২৪ ১৫:৪৪

আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরে নেয়া হবে তারা চাকরিতে যোগদান করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এর মধ্য দিয়ে করতে হবে। শিগগিরই এ ধরনের একটি আইন হচ্ছে। একটি অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতায় অবদান রাখা একটি রাজনৈতিক দলের বর্তমান যে অবস্থা এখান থেকে শিক্ষা নিতে হবে অন্য রাজনৈতিক দলগুলোকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]