04/19/2025 রাজশাহী জামায়াতের বিশিষ্ট নেতা অধ্যাপক মাজিদুরের ইন্তিকাল
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৪ ২০:৪৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিশিষ্ট নেতা কাটাখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মেয়র অধ্যাপক মাজিদুর রহমান (৬৮) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত শনিবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি সেখানে হৃদযন্ত্রে অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন। তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে যান। নগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মাজিদুর রহমান বিভিন্ন সময় মহানগরী জামায়াতের সাংগাঠনিক সেক্রেটারি, রাজনৈতিক সেক্রেটারি এবং সর্বশেষ ত্রাণ ও পূনর্বাসন সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি প্রথমে হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাটাখালি পৌরসভার চেয়ারম্যান ও পরে মেয়র হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেন। তাঁর নামাজে জানাযা গতকাল রোববার বাদ জোহর শ্যামপুর মাঠে অনুষ্ঠিত হয়। এসময় অসংখ্য মানুষ উপস্থিত হন। জানাযাপূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল প্রমুখ বক্তব্য দেন। অধ্যাপক মুজিবুর রহমান জানাযায় ইমামিত করেন।