22950

04/20/2025 ইন্টারনেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

ইন্টারনেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক :

১১ আগস্ট ২০২৪ ২১:২৮

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে রোববার (১১ আগস্ট) প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধের জন্য দায়ী ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে। ইন্টারনেট অ্যাক্সেস একটি অধিকার এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত করা বা বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন।’

উপদেষ্টা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের জন্য তরুণদের অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]