23020

04/20/2025 ইসরাইলকে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজ টাইমস ডেস্ক :

১৪ আগস্ট ২০২৪ ১১:১৬

ইসরাইলের কাছে ২০ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার তিনি এই অনুমোদন করেন।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ব্লিনকেন এফ-১৫ জেট এবং প্রায় ১৯ বিলিয়ন মূল্যের সরঞ্জামের সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে। তিনি প্রায় ৭৭ মিলিয়ন ডলার মূল্যের ট্যাঙ্ক কারট্রিজ এবং ৫৮৩ মিলিয়ন ডলার মূল্যের সেনাবাহিনীর যানের সম্ভাব্য বিক্রিও অনুমোদন করেছেন।

ট্যাঙ্ক সরঞ্জাম প্রায় সাথে সাথে সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বোয়িং কোম্পানির এফ-১৫ যুদ্ধবিমান নির্মাণ ও সরবরাহ করার জন্য কয়েক বছর লাগবে।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরাইলকে প্রবলভাবে সমর্থন করে থাকে। গাজা উপত্যকায় বিপর্যয়কর হামলার মধ্যেই ইসরাইলকে ব্যাপকভাবে সহায়তা করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করে আসছে, তারা হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্যও চেষ্টা করে যাচ্ছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]