23050

04/20/2025 ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ!

ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ!

রাজটাইমস ডেস্ক:

১৫ আগস্ট ২০২৪ ১৯:৪৮

ঢাকায় ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মান্ডা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন এসএ টিভির ফেসবুক পেইজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, এক যুবকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে রিকশায় করে নিয়ে যাচ্ছেন অপর এক যুবক। পথিমধ্যে মুগদার আশ-শিফা ডায়াগস্টিক সেন্টারের সামনে পথচারীরা রিকশা থামিয়ে জানতে চান, ‘কী হয়েছে?’

উত্তরে ওই যুবক বলেন, উনি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। অপরিচিত এক ব্যক্তি ওনাকে বিরিয়ানি খেতে দিয়েছেন। ওই বিরিয়ানিতে বিষ ছিল।

এ সময় বিরিয়ানির একটি প্যাকেটও দেখান ওই যুবক। পথচারীরা তাকে বলেন, নিয়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস নামে’ একটি ফেসবুক গ্রুপেও ভিডিওটি পোস্ট করেছেন ইয়ামিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]