23067

05/15/2025 বাংলাদেশ-ভারতের প্রথম টি২০’র ভেন্যু বদল

বাংলাদেশ-ভারতের প্রথম টি২০’র ভেন্যু বদল

রাজটাইমস ডেস্ক:

১৫ আগস্ট ২০২৪ ২৩:১৭

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে গিয়ে টেস্ট ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের পূর্ণাঙ্গ সূচি বেশ কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছিল। এবার সেই সূচিতে এসেছে কিছুটা বদল। প্রথম টি২০’র ভেন্যু ধর্মশালা থেকে সরিয়ে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সংস্কার কাজ হাত দেওয়ায় সেখানে এখন খেলা যাবে না। কাজেই ৬ অক্টোবর প্রথম টি২০’র ভেন্যু ধর্মশালা থেকে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়েছে।

ভেন্যু বদল হলেও ম্যাচের তারিখ বদল হচ্ছে না। নতুন নির্মিত শ্রিমান্ত মাদভারো সাচিন্দা ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর গোয়ালিয়রে হবে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। আগের মাঠটির অনেক কিছু বদল করে এখন নতুন আদলে করা হয়েছে স্টেডিয়াম।

আর টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি২০’র পর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি২০।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]