2307

09/20/2024 ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

রাজটাইমস ডেস্ক

৮ ডিসেম্বর ২০২০ ২২:৪৪

দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, বায়তুল মোকাররম মসজিদের খতিবকে জনসচেতনতা বাড়াতে সব গণমাধ্যমে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে এই আদেশ দেন।

এই সময় শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন, শাহ মনজুরুল হক। 

অন্যদিকে ছিলেন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দেশে তোলপাড় সৃষ্টি হয়। কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা।
 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]