04/19/2025 বাগমারায় অবিক্রিত মুলা, বাজারেই ফেলে যাচ্ছেন কৃষকরা
রাজটাইমস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২০ ০০:১৪
বিক্রি না হওয়ায় উৎপাদিত মুলা বাজারেই ফেলে যাচ্ছেন বাগমারার চাষিরা। এমনটাই হয়ে আসছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে।
সরেজমিন দেখা গেছে, ভবানীগঞ্জসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রিত না হওয়া এসব মুলা ভাগাড়ে ফেলে দেয়া হচ্ছে।
পরবর্তীতে, পৌর কর্তৃপক্ষ পৌরসভার ট্রাক দিয়ে সেসব মুলা ভাগাড়ে ফেলে দিয়ে মাঠ পরিষ্কার করে।
এমন অবস্থার বিষয়ে জানতে চাইলে, মুলাচাষি রফিকুল ইসলাম জানান, তিনি এবার তিন বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছিলেন। শুরুতে তার উত্পাদিত মুলা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তবে এখন সেই মুলা ৫০ পয়সা কেজি দরেও বিক্রি করতে পারছেন না। মুলার বেপারী তাহেরপুরের রহিদুল ইসলাম জানান, এখন মুলার চালান পাঠিয়ে কোনো লাভই হচ্ছে না। তাই তারা অন্যান্য সবজি ক্রয় করে সেগুলো রপ্তানি করছেন।
বাজারে পণ্যটির এমন অবস্থার বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, এখন শীতকালীন বিভিন্ন সবজির উত্পাদন ও সরবরাহ দুটোই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই মুলা আর কেউ কিনতে চাইছে না। তবে মুলা চাষ করে চাষিদের তেমন লস হয়নি।