2312

05/19/2024 নগরীতে দ্রুত শহীদ মিনার নির্মান দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের

নগরীতে দ্রুত শহীদ মিনার নির্মান দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের

রাজটাইমস ডেস্ক

৯ ডিসেম্বর ২০২০ ০১:১৯

আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই পূর্বঘোষিত স্থানে শহীদ মিনার নির্মাণ দাবি জানিয়েছে রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি করা হয়।

জোটের সভাপতি ও ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচী থেকে ২১ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যেই ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানানো হয়।

এই সময় সাংস্কৃতিক জোটের কর্মীরা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষ বাংলার দাবিতে শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয়। ভাষা আন্দোলনে রাজশাহীর গৌরব উজ্জল ইতিহাস থাকলেও এতোদিনেও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি। আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যেই আমরা ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ দেখতে চাই। এটি আমাদের প্রাণের দাবি। রাজশাহীর সর্বস্তরের জনসাধারণের দাবি।

তাদের দাবি দ্রুত বাস্তবায়নে মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, ঋতিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এফএম এ জাহিদ। সঞ্চালনা করেন মহানগর সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

প্রসঙ্গত, রাজশাহীর বিভিন্ন পেশা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]