03/18/2025 আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার আশ্বাস শিক্ষা উপদেষ্টার
রাজ টাইমস ডেস্ক :
১৮ আগস্ট ২০২৪ ১৪:২৫
নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, যত দূর সম্ভব তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন। তবে এমনভাবে এটি করা হবে যেন যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে, তাদের কোনো অস্বস্তি না হয়। এর জন্য পরিমার্জন করা হবে।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ কথা জানা
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে। যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে, সেদিকে নজর রাখব।’
তিনি বলেন, ‘তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেবো না। আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেবো, বরং পরিমার্জন করা হবে।’
ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন, ‘শিক্ষাখাতের বেহাল অবস্থা চলছে। অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ ও অযোগ্য শিক্ষকদের কারণে গোটা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। যোগ্য ও শিক্ষানুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানো হবে। অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে, এদের সরিয়ে দিতে হবে।’