23145

04/20/2025 মালদ্বীপে ২২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালদ্বীপে ২২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক:

১৯ আগস্ট ২০২৪ ১০:৩৭

মালদ্বীপে অবৈধ বিদেশিদের গ্রেপ্তার ও তাদের ব্যবসা বন্ধ করতে তিন মাস ধরে দেশটির ইমিগ্রেশন ব্যাপকহারে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২২ অভিবাসী। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন জানানো হয়নি।

ইমিগ্রেশন এক্স-এর একটি পোস্টে জানানো হয়, ইমিগ্রেশন ওয়াচ মালদ্বীপের রাজধানী শহরে অবৈধ অভিবাসীদের বসবাস সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়ার পর শনিবার (১৭ আগস্ট) সকালে অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ার্ক পারমিট না থাকা ১৪ বিদেশিকে আটক করা হয়।

এছাড়া রাজধানী মাফানু এলাকায় আবাসন ব্লকের হোটেলে অভিবাসীদের বসবাস এমন তথ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেই আবাসন ব্লকে অভিযান চালিয়ে ৮ বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]