23146

03/18/2025 রুয়েট ছাত্রলীগের কক্ষে মিলল দেশীয় অস্ত্র ও মদের বোতল

রুয়েট ছাত্রলীগের কক্ষে মিলল দেশীয় অস্ত্র ও মদের বোতল

রাবি প্রতিনিধি:

১৯ আগস্ট ২০২৪ ১৪:৫৯

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লে. সেলিম হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। আরো কয়েকটি হলে অভিযান চালানোর কথা জানিয়েছে শিক্ষার্থীরা।

এ অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রায় ২০টি কক্ষে তল্লাশি চালানো হয়। একটি ছুরি, একটি খেলনা পিস্তল, তিনটি গাঁজাকৌটাসহ সেবন পাইপ, বেশ কিছু রড ও দেশি মদের খালি বোতল, বিপুল পরিমাণ বোতলজাত ইউরিন জব্দ করা হয়।

এ বিষয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২০-২১ সেশনের ছাত্র ইউশা বলেন, আমরা সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় রুয়েটেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এ অভিযান পরিচালনা করি। শুধু ছাত্রলীগের যে কক্ষগুলো দখল করা ছিল সেগুলো তালা ভেঙ্গে আমরা বিভিন্ন ধরনের রড, দেশির মদের বোতল জব্দ করেছি। সেসব কক্ষ থেকে শিক্ষার্থীদের হামলার জন্য অস্ত্র, রড, লাঠি, নেশাজাত দ্রব্য পাওয়া যাচ্ছে সেসব কক্ষে থাকা শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দিবো না। সেজন্য একটি তালিকাও করছি।

এ বিষয় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু বক্কর সিদ্দিক বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে হলে তল্লাশি করার জন্য আহ্বান করি। এতে আমরা বেশ কয়েকটি কক্ষ তল্লাশি চালিয়ে কিছু রড, কয়েটি ছুটি, মদের বোতল উদ্ধার করি। হলের অভিযানের একটায় উদেশ্য ছাত্ররা যাতে নিরাপত্তা অনুভব করে থাকতে পারে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]