23152

04/20/2025 রিমান্ডে কান্নাকাটি করছেন পলক, অনেকটাই ভেঙে পড়েছেন

রিমান্ডে কান্নাকাটি করছেন পলক, অনেকটাই ভেঙে পড়েছেন

রাজটাইমস ডেস্ক:

১৯ আগস্ট ২০২৪ ১৮:৫১

সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১০ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে নেওয়ার পর মানসিকাভাবে ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক। সেই সঙ্গে গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবেক প্রতিমন্ত্রী পলকের বক্তব্য, এত দ্রুত সরকারের পতন হতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী-সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেন, আমি চাইলে দেশ ছেড়ে পালাতে পারতাম। তবে শেখ হাসিনার সঙ্গে ‘বেঈমানি’ করা হবে বলে আমি যায়নি।

ইন্টারনেট শাটডাউনের বিষয়েও পলক তার দায় অস্বীকার করে জিজ্ঞাসাবাদে উল্লেখ করেন, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না।

তিনি আরও জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

এ ছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]