2317

09/20/2024 জাতিসংঘকে সম্পৃক্ত না করার কারণ স্পষ্ট করল সরকার

জাতিসংঘকে সম্পৃক্ত না করার কারণ স্পষ্ট করল সরকার

রাজটাইমস ডেস্ক

৯ ডিসেম্বর ২০২০ ০৩:৩৭

বিভিন্ন কারণে দেশের শরনার্থী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়ায় বিশ্ব সংস্থাটিকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সরকার।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতিসংঘের সংস্থাগুলোর অব্যাহত নেতিবাচক প্রচারণা, অবাস্তব শর্ত, অনড় অবস্থান ও অসহযোগিতার কারণে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করা সম্ভব হয় নি।

সংসদীয় কমিটির এই বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও তাদের ভাসানচরে স্থানান্তরের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয় এবং যুক্তরাষ্ট্রে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থাপিত কর্মপরিকল্পনায় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে গত ৪ ডিসেম্বর সম্পূর্ণ স্বেচ্ছা সম্মতির ভিত্তিতে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর সম্পন্ন করা হয়। ভাসানচরের পরিবেশ এবং সুযোগ-সুবিধা দেখে বেশিরভাগ রোহিঙ্গা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

বৈঠকে কমিটিকে আরো জানানো হয়, জাতিসংঘের সংস্থাগুলোসহ মানবিক সহায়তা প্রদানকারী অন্যান্য দাতা দেশ ও সংস্থাগুলোকে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। অংশ নেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আবদুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, প্রতিবেশী রাষ্ট্রে জাতিগত নিধনের শিকার হয়ে সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা এসেছেন।  তাদেরকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের কয়েকটি ক্যাম্পে আশ্রয় দেয়া হয়। দুই বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]