04/20/2025 আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের
রাজ টাইমস ডেস্ক :
২০ আগস্ট ২০২৪ ১১:১৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
গেল ১৯ জুলাই আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর দেশটির আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।
তিনি বলেন, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে জানিয়েছেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।
গ্রেফতার হওয়া এসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র দুদিন সময় রয়েছে। ইলোরা আফরিন বলেন, সরকারের পক্ষ থেকে আমার আবেদন থাকবে যে, যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই (পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র উপদেষ্টা) কূটনৈতিকভাবে সমঝোতায় আসতে পারলে বিষয়টি অনেক সহজ হবে।