23196

04/20/2025 ভারতে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ধস

ভারতে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ধস

রাজটাইমস ডেস্ক:

২০ আগস্ট ২০২৪ ১৯:২৫

ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন, এনএইচপিসি তিস্তা স্টেজ-ফাইভ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধস ঘটে।

ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গেলো কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল।

মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]