2320

09/20/2024 কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ

কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ

রাজটাইমস ডেক্স

৯ ডিসেম্বর ২০২০ ১৪:১৪

বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের সাক্ষাৎকার ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে গত ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ উদ্দিন আহমেদ ওই রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অলি আহমদের লেখা ‘রেভল্যুশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘ওই বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নেতিবাচক কথা রয়েছে। ১১৫ নম্বর পাতায় জিয়াউর রহমানকে হেড অব দ্য স্টেট উল্লেখ আছে। গত ১৭ আগস্ট ইউটিউব চ্যানেলে সাংবাদিক কনক সরওয়ার কর্নেল অলি আহমদের সাক্ষাৎকার প্রচার করেন। সেখানে অলি আহমদ বলেন, জিয়াউর রহমান অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। ওই সাক্ষাৎকারসহ কনক সরওয়ার ইউটিউবে যেসব বিতর্কিত কনটেন্ট দিয়েছেন, সেগুলো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সূত্র: প্রথম আলো

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]